Bangla Kobita10 Poem by Sanjib Saha

Bangla Kobita10

কবিতার খাতা

১০

এমন করে ভাবতে ভাবতে ভাবা হল
একটা দুটো গানের কলি আবেগ মলিন
কত কিছুই রইল বাঁকি সুদিন দুর্দিন
দিনযাপনের কষ্টগুলো মুক্ত হল ।

তবু আমার ছটফটানি বড্ড লাগে
তোমার আমার একটু আধটু কথার ফাঁকে
কত কিছুই আপনা আপনি এমনি ডাকে
এক প্রজন্ম দুই প্রজন্মের একটু আগে।

যা পেয়েছ তা পেয়েছ কৃষ্ণচূড়া গুলমোহরে
রঙ বেরঙের সকালবেলার মেঘের কাছে
তবু কেন শুধু শুধুই অন্ধকারে হাত পেতেছে
বাঁচার আগেই সহস্রবার কেউ বা মরে।


কতকিছু নিঃস্ব হয় এক যমুনা পদ্মাপারে
নষ্ট আমি নষ্ট তুমি নষ্ট সেই স্পষ্ট সুখে
উছলে ওঠা আস্ত একটা নদীর বুকে
নিষ্ঠুর এই দৃষ্টি নিয়ে কেউ বা যায় সৃষ্টি ছেড়ে।

—————————————————
সঞ্জীব

Thursday, May 7, 2015
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success