Bangla Kobita 14 Poem by Sanjib Saha

Bangla Kobita 14

কবিতার খাতা

১৪

তোমার বুকের গহ্বরে রেখে লুকিয়ে
তুমি মৃদুমন্দ হেঁটে যাও,
একটু বকুল গন্ধ পাও
কি ভালবাসায়—এদিক ওদিক চেয়ে।

তোমার মায়ার আঁচল জড়িয়ে রাখো,
আমি চিৎ সাঁতার কাটি,
বুকের তলে খুঁজি মাটি,
তুমি টালু মালু চোখে ফিরে ফিরে ডাকো।

আমি কি অমন করে হারাবো নিশ্চয়,
তোমার গায়ের গন্ধ—
চুলের স্পর্শে চোখ বন্ধ
মনে হয়, এ পৃথিবী বড় ভালো, মায়াময়।

অশান্ত সন্ধ্যা নিয়ে তুমি চলে যাও,
আঁধার ছোঁয়া যায় না,
আমি একমুঠো কান্না
নিয়ে স্তব্ধ হই, তুমি কি প্রেমের স্পর্শ পাও!
————————————
সঞ্জীব

Tuesday, June 9, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success