Bangla Haiku 5 Poem by Sanjib Saha

Bangla Haiku 5

হাইকু

২৬

মেঘ ভাঙে জল পড়ে
জল নড়ে বৃষ্টি ঝরে
রামধনু রঙ পায় শুধু।

২৭

রোদ এসেছে আঙিনায়
পায়ে পায়ে গায়ে মাখি আলো—
আলো গায়ে হেঁটে যাওয়া সাধ।

২৮

সন্ধ্যায় কেউ কেউ
ঠোঁট ছোঁয়ায় ঠোঁটে,
প্রাণ জেগে ওঠে।

২৯

এইসব অনন্ত রঙিন
তুমি নাই আমি নাই,
স্মৃতি শুধু রয়।

৩০

সেইসব মানুষ
হাত বাড়ায় মানুষের হাতে
সৃষ্টি হয় হয়।

—————————————
সঞ্জীব

Friday, April 17, 2015
Topic(s) of this poem: life
POET'S NOTES ABOUT THE POEM
To popularise haiku in Bengali language.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success