শরৎ (Autumn) Poem by Dipankar Sadhukhan

শরৎ (Autumn)

এসেছে শরৎ।
সাদা মেঘ ও সোনালী রোদে
প্রকৃতি সেজেছে নূতন রুপে।
কাশফুলের সৌন্দর্য
ও শিউলির সৌরভে
বাঙালি আজ আত্মহারা।

নেই গ্রীষ্মের দাবদাহ,
নেই শীতের হিমেল হাওয়া।
নেই কোন ঝঞ্ঝার অশনি সংকেত।
শরতের আগমনে সেজেছে বাংলা।
তাই বাঙালীর ঘরে ঘরে
আজ শুধু উৎসবের আনন্দ।

শরতের আগমনে
প্রকৃতি এনেছে নূতন বার্তা।
নেই ভেদাভেদ, নেই ঈর্ষা।
তাই ধর্মের বেড়া জাল ভেঙে
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান-
সকলে মেতেছে শারদোৎসবে।

মাঠে, ঘাটে, শহরে, গ্রামে -
সর্বত্র দেখা যায়
শরতের অপরূপ রুপ।
সে যেন এক লাবণ্যময়ী নারী।
এসেছে বঙ্গে জানাতে সকলকে
শারদীয়ার প্রীতি, শুুভেচ্ছা ও ভালোবাসা।

©দীপঙ্কর সাধুখাঁ
28শে সেপ্টেম্বর,2017।

This is a translation of the poem Autumn by Dipankar Sadhukhan
Friday, September 29, 2017
Topic(s) of this poem: autumn
COMMENTS OF THE POEM
Doug Lewis 29 September 2017

Nature at its best. Thanks for the poem. Enjoyed.

0 0 Reply
Close
Error Success