আমাদের সমাজে দুই ধরনের মেয়ে আছে
এক ধরনের মেয়ে সাধারন
ওরা ইমোশনাল, বাস্তববোধশূন্য
শুধু মনের মতো একজন পুরুষ পেলেই খুশি
স্বামীকে আঁকড়ে ধরেই
ওরা সারাটা জীবন কাটিয়ে দেয়
পৃথিবীর মতো তার চারিদিকে
ঘুরতে থাকে
ওরা কেরিয়ারের কথা ভাবে না
উপার্জনের কথা ভাবে না
নিজের আইডেনটিটির কথা ভাবে না
ভবিষ্যৎ নিয়েও তাদের চিন্তা নেই
যখন টনক নড়ে
তখন কোন উপায় থাকে না
ওরা বেশিরভাগই দুখিনী হয়
আর এক ধরনের মেয়ে
যারা খুব সচেতন, বাস্তবমুখী
ওরা শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, গরিমায়
নিজের পূর্ণতা নিয়ে আসে
উঁচু পদের চাকরিতে যোগ দেয়
অর্থনৈতিক স্বাধীনতা হাসিল করে
সমাজে নিজের আইডেনটিটি তৈরি করে
তারপর বিয়ের কথা ভাবে
যে পুরুষ মেয়েটিকে বৌ হিসাবে পায়
সে তাকে 'কোহিনূর'-এর মতো করে
আগলে রাখে
এরকম মেয়েরা বেশিরভাগই সুখী হয়
পুরুষের চারিদিকে এদের ঘুরতে হয় না
পুরুষই এদের চারিদিকে ঘোরে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem