মা কালীকে নিয়ে লেখা গান Poem by Arghyadeep Chakraborty

মা কালীকে নিয়ে লেখা গান

মা তোমায় ভালোবাসি
তুমি আমার হীরের খনি।
মা তুমি আমার চোখের মণি
আমার মনের ঈশ্বরী।

মা তুমি আমার মন
মা তুমি আমার জীবন।
মা তুমি আমার চোখের বারি
আমার সুখ-দুঃখ সবই।

তোমায় কত ভালোবাসি
পারব না বোঝাতে আমি।
মরণের সময় জপব আমি
কালী কালী কালী কালী।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১১/১২/২০২৪

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success