[১]
আজও আঘাত পাই;
অন্ধ গলিতে হাতড়ে বেড়াই
আর মনে পড়ে যায়
কী নিরাপদ ছিল সে আশ্রয়
কবিতার রুবী রায় ।
ভালবাসা কি হয়?
বলে দিতে পার তো আমায়
দূরে সরে থেকেও
বার বার ফিরে যেতে চায়:
আমার অবুঝ হৃদয় ।
প্রেম? মোহ-মায়া?
অভ্যাস? আকর্ষণ? অপেক্ষা?
ভালবাসা কোন্ টা?
হয়ত এগুলোর কোনটিই নয়
ভালবাসা কোথায়?
[২]
ভালবাসা না ছাই!
আমি-তুমি স্ট্যাটাস্ দেখে সবাই ।
প্রেম পরীক্ষা চায়:
প্রয়োজনে ব্যবহার ভালবাসা নয়
মূল্যবোধ কোথায়?
শিশুর নির্মল হাসি
বা পথের ধারে সদ্য ফোটা ফুল,
বৃষ্টির পর রামধনু
যেমন ভালবাসা কি এতই সরল?
সহজ শ্রদ্ধা-ভক্তি?
প্রেম হোক প্রকৃতি
ভালবাসা তো মুক্তির গান গায় -
তাই প্রত্যাশা নয় ।
পালন কর তাকে করা প্রতিশ্রুতি
তবেই তুমি প্রেমী ।
(First composed: February,2024)
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem