আড়কাঠি
নিজেকে কী ভাবে মুক্ত আমার কবিতা থেকে করি!
না হয় উজিয়ে যাই বঙ্কিম চাটুজ্জে থেকে ফ্যাতাড়ু কাঙালে
মগজে-মজ্জায়ছিঁড়ি হাতির পায়েতে বাঁধা মদনা-শেকল
ক্যাকটাসি স্মৃতি থেকে ছেঁটে ফেলি রিরিদেহী প্রেম
গঙ্গায় চুবিয়ে মারি পেটমোটা ব্যাকরণ অভিধানগুলো
যেসব জিওলকথা ওতপেতে মুখিয়ে উঠছে ডটপেনে
তাদেরকে কস্তাপেড়ে পুঁটলিতে রামগিঁটবিষেষণে বেঁধে
তেতোলগ্নে ফেলে আসি ধাপার অরগ্যানিক ঘুমে-
যতবারজেলভেঙে পালানোর ছককষি, আয়নার পারা
পাকড়াও করে এনে চিহ্ণের গরাদে পুরে ন্যাড়া করে দ্যায়
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem