কাঁদছি মোরা আপন মনে স্মৃতি হারাবার; 
আসছি মোরা নতুন সুরে গাইব গান আবার।
ছিন্ন হয়ে অনেক দূরে করেছি বসবাস; 
এসেছি ফিরে নতুন করে ঘুঁচাতে পরবাস।
অস্ত্রু জলে ভেসে গেল সব আনন্দের ছায়া; 
কেমন করে ভূলি বল এত নিবিড় মায়া! 
এখন চল সবে মিলিয়ে আপন মহিমায়, 
ছুটব মোরা স্মৃতি ভূলে নতুন আঙিনায়।                
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem