কে বোগাস Poem by Rhymer Rhymer

কে বোগাস

সভ্যতা কাকে বলে
যাও দেখো গিয়ে ইরাকের কি হাল
যাও দেখো গিয়ে সিরিয়ায় কি হচ্ছে
যাও দেখো গিয়ে আফগানিদের
যাও দেখো গিয়ে ফিলিস্তিনিদের
আরাকানিদের বাদ দিও না
যাও দেখো কি ভাবে পৃথিবীর ফুসফুস আমাজান পুড়ে ফেলা হচ্ছে
মাসজিদুল আক্সাকে দেখতে ভুলো না
শোন কাশ্মীরকে ভুলে গেছো কি
তারা কিন্তু স্বাধীনতা চায়, পাকিস্তান বা ভারত কোন টি ই চায় না
ইতিহাসে কি ঘটে ছিল
সভ্যতার দাবী কি ভাবে আসে

This is a translation of the poem Who's Bogus by Rhymer Rhymer
Monday, August 26, 2019
Topic(s) of this poem: hate,manners
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success