ছোট বেলায় রেডিও শুনতাম;
এখন তো তোমরা মোবাইল শোনো
মোবাইল দেখ।
তো হঠাৎ হঠাৎ দেখতাম দু একদিন
মাইক এর গান দিত রেডিওতে
বুঝলে না?
মানে পাড়ায় মাইক এ বাজা গান
রেডিওতে
দারুন আনন্দ হতো
ভাই ভায়ে বলে উঠতাম মাইক এর গান দিয়েছে
এখন বুঝি গান আসলে রেডিওর ই
সেখান থেকে মাইক এ বাজত।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
খুব সুন্দর