অনু চেতনা Poem by Soumen Chattopadhyay

অনু চেতনা

অঘ্রানের শেষে হিমসূর্য নেমে এলো ধানক্ষেতে
শান্তির নিথর দেহ সকল দুঃখিত আলপথ
হৃদয়ে নিহিত থেকে বহু
ঘনিষ্ট মায়াবী ব্যর্থতার সাথে নির্জনে মাটির
দেহ স্পর্শ করে

এইভাবে দৃপ্ত একাকীত্ব
পাহাড়ী দেশের অনুভবে মিশে গিয়ে
নিজস্ব রাত্রির মরমী কুয়াশা ঘিরে
জীবনের অজস্র গোপন
ইচ্ছার শরীরে ক্লান্তিতে নিজেকে সমর্পণ করে

শিকড়ে সত্ত্বায় এইভাবে নেমেআসা ব্যক্তিগত
অন্ধকার দৃশ্যের অতীত শূন্যতার গভীরে নিদ্রিত
পুনর্জন্ম ছুঁয়ে
অনুচেতনার জন্ম দেয়

পৃথিবীর প্রাকৃত আঙ্গিকে
রাত্রির তরঙ্গ অনিবার্য
প্রাণের ধ্বনিতে সুর বোনে

আকাশ বিদীর্ণ করে অন্ধ উচ্চারণ
ধুলো ও শুকনো পাতা নিঃসঙ্গ জ্বলেছে
বহু জন্ম ধরে

মানুষের দগ্ধ
দুহাত গোধূলি দিগন্তে মিলিয়ে যায়
যেখানে নিজের অশ্রুপাতের ক্ষয়িষ্ণু প্রত্নঅরণ্যে দুঃখের
গভীরে গভীরতর পূর্ণতা জন্মায়

অনেক অনেক নির্জন ক্ষয়ের পর

অনু চেতনা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success