তুমি মন বোঝা না Poem by Ruby Mostazir

তুমি মন বোঝা না

তুমি মন বোঝ না
পাথর মানুষ
অনুভূতিহীন...
তুমি ফুল চেনো না,
মেঘ বোঝ না,
বাদলা দুপুর,
রৌদ্রের দিন!

তুমি পাশে হাঁটো না
জড়িয়ে ছায়া
গড়িয়ে মায়া
হাতে হাত রেখে
বহুদুর যাওয়া...
সেই কবেকার ভুলে যাওয়া দিন
হঠাৎ কখনো
আচমকা পাওয়া....

চাও না সেসব
আসুক ফিরে!
এই শহুরে জীবন
ব্যস্ততা ছেড়ে...?

তুমি মেঘ হয়ে যাও;
কিংবা কোন দুর পাহাড়ের
ঝর্না ধারা
তুমি একটু ছুঁয়ো
আর না হলে
ঝুম ভিজিয়ো
বাঁধন হারা....

তুমি এমন কেন?
তুমি মন বোঝ না
পাথর মানুষ।

আমি অবাক ভাবি
পুরোনো সে সবই
যদি আসে ফিরে
বৃষ্টি দুপুর, ফুল পাখি ঘাস
আবার হাসুক আমাদের ঘিরে?

তুমি ও কি চাও
আসুক সেসব!
শুধু দুজনের,
সেইক্ষন টুকু
একলা নিরব?

খুশি হবে তুমি
বদলায় যদি
হতাশায় ঘেরা
জীবনের নদী

নাকি সত্যিই তুমি
মন বোঝ না!
সুখ খোঁজ না!
তুমি এমন কেন
শূন্য হৃদয়
পাথর মানুষ
অনুভূতিহীন...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success