শুকনো কাঠির উপর দাঁড়িয়ে আছে আমার জীবন।
যে কোনো সময় ভেঙে গিয়ে
রক্তের বন্যা আনতে পারে।
তোমার ভালোবাসার জন্যই একটু একটু করে বাঁচার চেষ্টা।
কিন্তু তোমার ভালোবাসা আমার থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে।
তবুও নিজেকে তোমার ভালোবাসায় জীবন্ত করে রেখেছি।
ভোর বা মধ্য রাত যখনই ঘুম ভাঙ্গে,
আমার ভাবনার আকাশে তোমার জন্য বৃষ্টি নামে।
কখনো বজ্রপাতের সম্ভাবনাও থাকে কিন্তু
নিজেকে সামলাতে শিখেছি এখন।
চোখ বন্ধ থাকলে তোমায় জরিয়ে আছি,
কিন্তু খুললেই তুমি হারিয়ে যাও।
তখন নিজেকে স্বপ্ন বলে দমিয়ে রাখি;
"ভালোবাসি তো বেশি, তাই হয়তো এমনটা"
শত চেষ্টা করতাম নিজেকে বিভিন্ন সময় ব্যস্ত রাখার,
কিন্তু ভালোবাসা তো, তাই ঠিক মনে পরে যায়।
প্রতিটা মুহূর্ত তোমার নামেই তো লিখেছিলাম।
আজকেও আমি তাই আছি,
জানো, আজকের এই দীপাবলীতে সবাই সুখী,
সবার জীবনে আলোর ধারা বইছে।
চারদিকে শুধু হইচই আর আনন্দের বন্যা বয়ে চলছে।
শুধু এক হতভাগা আমিই আছি, যার মনে ও জীবনে এই দীপাবলীর কোনো প্রতিফলনই নেই।
গভীর অন্ধকারে ডুবে আছে আমার জীবন।
কেউ তো জানেনা আমার দীপাবলী শুধুই তুমি।
তোমার প্রতিটি ছোঁয়ায় আমার জীবনে একটু একটু করে আলোর আগমন হতে পারে।
তাইতো আজকেও তোমার প্রতীক্ষায় দিন কাটা।
জানো, সবাই বলে তুমি নাকি ঐ তারাদের দেশে চলে গেছো,
তবে আমি তা মানিনা..
জানি আর বেশি দিন নেই, তুমি আসবে আবারও;
হয়তো কিছুদিন আমার সাথে অভিমান করে আছো।
হয়তো তুমি আসতে চাইছো কিন্তু শত ব্যস্ততায় আসতে পারছোনা তুমি..
কিন্তু জানি তুমি আবারও ফিরে আসবে।
তখন না হয় দু'জন একসাথে দীপাবলী পালন করবো।
হ্যাঁ, আমি জানি তুমি অবশ্যই আসবে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem