আবার ডাকবি তুই কবে? Poem by Kalipado Mandal

আবার ডাকবি তুই কবে?

ভালোবাসাটা আরও একটু বেরেছে
অনেক দিন দেখিনি তোকে
তোর ছবি এখনো আখির কোটোরে
স্পস্ট তুই, কখনও হবেনা ফিকে;


কবে আবার ডাকবি কাছে
কবে আমার হাতটা ধরবি টেনে
কবে আবার মুখটা রাখবি কাধে
তোর রেশমি চুল পরবে আমার মুখে
বল আবার ডাকবি তুই কবে? ?

By Kalipado Mandal

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success