আসবো আমি ফিরে Poem by Imran Islam

আসবো আমি ফিরে

Rating: 5.0

তোমার হৃদয় ছোঁয়া হাসির টানে
সন্ধ্যা ক্ষণে এই আঙিনায়
আসবো আমি ফিরে
তোমার ভেজা চরণ দেখতে সখা,
একা একা বিকেল বেলায়
আসবো নদীর তীরে!

খুব সকালে ঘুম ভেঙে মোর
শুনবো তোমার গান
তোমার মায়ামাখা মুখের হাসি
ভাঙবে আমার অভিমান।
ওই জাদু ভরা চোখে
আমার দুচোখ রেখে
স্বপ্ন আঁকবো তোমায় ঘিরে!

সারা দুপুর ব্যস্ত যখন
পড়বে তোমায় মনে
স্মৃতির পরশ মেখে তখন
আমি স্বস্তি নেবো বনে।
তোমার সুখে হেসে হেসে
যাবো প্রিয় ভালোবেসে,
আমার শত দুখের ভীরে!

আবার যখন সন্ধ্যা হবে
রবির আলো নিভে যাবে
তখন আমার তৃষা চোখে
তোমার রূপের জ্যোৎস্না মেখে
আমি ফিরবো আবার নীড়ে!

This is a translation of the poem I Will Come Back by Imran Islam
Tuesday, July 21, 2020
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 22 July 2020

আবার যখন সন্ধ্যা হবে রবির আলো নিভে যাবে তখন আমার তৃষা চোখে তোমার রূপের জ্যোৎস্না মেখে আমি ফিরবো আবার নীড়ে! ........... হৃদয়ের এ রাজ্য দরজাহীন, জানালাহীন এক উদার প্রান্তর যেখানে অমর প্রেমের বসবাস সেখানেই ফিরে আসতে হবে বারবার

0 0 Reply
Close
Error Success