সম্মুখে দেখিতে পাইলুম অনাহারীরে,
আমি জিজ্ঞাসিলুম তাহারে,
কষ্ট কয় কাহারে?
উত্তরে কহিলো আমারে,
অশ্রু বাহির করে!
জান তহে, কষ্ট কাহারে কহে...
দুবেলা - দুরাত্র যখন অন্ন নাহি জোটে,
কষ্ট তাহারে কহে।
পোলা - মাইয়ারে নিয়া যখন ঘুরি পথে পথে,
কাহারো নিকট অন্ন নাহি জোটে,
কষ্ট তখনি লাগে।
এমনি ক্ষণে ঝরেরও তীব্র বেগে!
আমারি সম্মুখে কেউ আসি কহে,
কেউ কি আছিস এখানে...
কাঙ্গাল - হতচ্ছারিদের এখান থেকে তাড়া হে...
কষ্ট তাহারে কহে।
পোলা - মাইয়া মিলে সংখ্যা ছাড়িল আটে,
ক্রমে ক্রমে আসি, সংখ্যা পৌছিলো তিনে।
কষ্ট তাহারে কহে বাপু...
কষ্ট তাহারে কহে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem