থেমে যাও শ্রাবণ ধারা Poem by Imran Islam

থেমে যাও শ্রাবণ ধারা

ওগো শ্রাবণ বারি ধারা,
থেমে যাও থেমে যাও!
আমার সখারে ভিজিয়ে-
বলো, কী সুখ তুমি পাও?
থেমে যাও থেমে যাও!

সখির ওই ভেজা পথে
আমি চাই সঙ্গী হতে
তাতে আরও লাজ বেড়ে যায়
আঁচল টেনে মুখটি লুকায়;
তবে তুমি থেমে যাও,
শ্রাবণ ধারা থেমে যাও!

শ্রাবণ সুখে সখির চোখে
আরও লাজ ভেড়ে যায়
আড়াল করে বনের পথটি ধরে-
চলে বৃষ্টি ভেজা পায়;
তবে থেমে যাও, থেমে যাও!
শ্রাবণ ধারা, তুমি থেমে যাও!

আমার নিপুণ লাজুক সখি
শ্রাবণ জলে মাখামাখি
সকল শ্রাবণ সকল বারি
থেমে যাও না তাড়াতাড়ি,
থেমে যাও, থেমে যাও,
শ্রাবণ বারি ধারা, তুমি থেমে যাও!

This is a translation of the poem Stop Monsoon Rain by Imran Islam
Saturday, July 11, 2020
Topic(s) of this poem: rain
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Close
Error Success