তুমি কেন স্বপ্ন দেখাও
আবার ভেঙে দাও,
লাজে তুমি দূরে থেকে
কেন কাছে পেতে চাও!
তোমার জাদু ভরা চোখে-
আজ কেন এত জল?
তোমার হাসি মাখা মুখে
আজ কেন মলিন ছল?
মনের কথা প্রিয়ার কাছে
দাও না বলে দাও!
যেই পরশে ফুটতো কলি
আঁধার হতো ভোর,
কোন ছোঁয়াতে বন্ধ হলো
এমন মায়ার দোর?
হৃদয় ভাঙার কষ্ট তুমি-
যাও না দেখে যাও!
তুমি যেন রাতের শিশির
সয় না ভোরের আলো,
আমায় যেন রবি ভাবো;
দেখলে দূরে চলো।
সব ভুলে যাও কাছে এসে-
সুখের পরশ নাও!
আমার নিপুণ লাজুক সখি শ্রাবণ জলে মাখামাখি সকল শ্রাবণ সকল বারি থেমে যাও না তাড়াতাড়ি, থেমে যাও, থেমে যাও, শ্রাবণ বারি ধারা, তুমি থেমে যাও! .....শ্রাবণ বারি আসিবে সে প্রণয়োপখ্যান নারীর মনোরঞ্জনে.....