আজ সময়ের ডাক এসেছে মেঘের পরশ নিয়ে, 
ন্যাড়া গাছের চোরা কোটরে শাবকের অগোচরে, 
মলিন মুখে বাউল যে গায় দীনতা সমাধি দিয়ে, 
আধফালা চাঁদের রশ্মির চুম্বন বালুচরে; 
এরই মাঝে পথিক চলে, নাই তার আফসোস, 
রনক্লান্ত, পরিশ্রান্ত, শরীর যেন অলস, 
তবু সে বলে অবিরাম - " আমি মৃত যে তোমার হাতে ", 
" তাও বেঁচে ফিরি বারবার, ফের মরার তাগাদাতে ", 
" আঁধার হল প্রেয়সী আমার, ঝরা পাতা শয্যা ", 
" বন্য রাতের নিঠুর প্রেমে ভস্মীভূত লজ্জা " ।                
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem