●
.
শরৎ আমার হাত থেকে খাচ্ছে তার পত্রপল্লব: বন্ধু আমরা।
অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়ে সময়কে আমরা হাঁটা শেখাচ্ছি: 
তারপর সে ফিরে যাচ্ছে খোসাগুলোর ভেতরে।
আয়নাতে আজ রোববার।
স্বপ্নের ভেতর নিদ্রাকক্ষ রয়েছে, 
আমাদের মুখগুলো সত্য বলছে।
আমার চোখদুটো আমারই প্রণয়িনীর যৌনক্রিয়া-দৃশ্যের ওপর নিবদ্ধ হচ্ছে: 
পরস্পর দৃষ্টিবিনিময় করছি আমরা, 
বিনিময় করছি অন্ধকারাচ্ছন্ন কথাবার্তা, 
একে অপরকে ভালোবাসছি পপিফুল ও স্মৃতিচারণের মতো, 
আমরা নিদ্রা যাচ্ছি একজোড়া শঙ্খের মতো, 
সমুদ্র যেমন ঘুমায় চাঁদের রক্তকিরণে।
পরস্পরকে আলিঙ্গনে জড়িয়ে আমরা জানালা ঘেঁষে দাঁড়াচ্ছি, আর জনগণ দেখছে
রাজপথ থেকে মাথা উঁচিয়ে: 
ওরা জানতো এটাই সময়! 
এটাই সময় পাথর ফুল হবার চেষ্টা করছে, 
অস্থির সময়ের রয়েছে স্পন্দনশীল হৃৎপিণ্ড।
এটা সময়, এটাই ছিলো সময়।
এটাই সময়।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* পল সেলান (২৩ নভেম্বর ১৯২০ -২০ এপ্রিল ১৯৭০) : রোমানিয়ান- জার্মান কবি ও অনুবাদক। ইহুদি বংশোদ্ভুত এই কবির জন্মসূত্রে নাম: পল অ্যান্টশেল। পল সেলান নাম ধারণ করেন নিজেই। সেলান দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরে জার্মান ভাষার মূখ্য কবি হয়ে ওঠেন। তার জন্মস্থানটি (শারনিভস্তি)বর্তমানে ক্রোয়েশিয়ার অন্তর্গত। মৃত্যুবরণ করেছেন প্যারিসে।
.
*
#PaulCelanPoems
.                
Beautiful poem on autumn and love having touching expression and nice collocation. Interesting to read. Thanks for sharing.