তুমি তরুণ তাই Poem by Imran Islam

তুমি তরুণ তাই

Rating: 5.0

তরুণ, তুমি দিনের আকাশে উজ্জ্বল রবি
তোমার পরশে হাসে প্রকৃতির সব ছবি
তুমি রাতের আকাশে মধুময় জোছনা
আর মরুর বুকেও মেঘ বারির কান্না!

তরুণ, তোর সোহাগে পরাগ ছড়ায় ফুল
তোর চঞ্চল প্রেমে সব রমণী ব্যাকুল
তোর কণ্ঠে মুগ্ধ সবাই, বিশ্ব অবাক হয়
তোর চোখে বন্ধুর সুখ; শত্রুর জাগে ভয়!

তরুণ, তুমি প্রলয়, উত্তাল সাগরের ঢেউ
তুমি কিরণ, তোমায় রোখার নেই কেউ
তুমি খুব ভোরে মুক্ত পাখির কণ্ঠে গান
আর দস্যির বুকে আঘাত, বিষে ভরা বাণ!

তরুণ, তুমি প্রিয়ার চোখে সুখের স্বপন
আর হৃদ ছুঁয়ে দেয়া মুক্ত ভোরের পবন
মায়ের বুকে সুখের কান্না, বুক ভরা হাসি
আর তুমি তরুণ বলেই আমি ভালোবাসি!

This is a translation of the poem You're So Young by Imran Islam
Tuesday, April 28, 2020
Topic(s) of this poem: youth
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 29 April 2020

অদম্য বয়স আঠারোর উপর সুন্দর সাবলীল কাব্যিক ভাবপ্রকাশ জয় হোক তারুণ্যের জয় হোক সদা তরুণ মনের

0 0 Reply
Close
Error Success