অনিয়ন্ত্রিত Poem by DIN BADAL

অনিয়ন্ত্রিত

কিছু তিক্ত-মধুর মন ভোলানো কথোপকথন,
কিছু বুকে জমে থাকা অসম্মান,
কিছু জমাটবাঁধা অপমান,
আর কষ্ট করে বাঁচিয়ে রাখা একটু আত্মসম্মান
লড়াইয়ের মঞ্চটা আজ বেশ জমজমাট।
সম্পর্ক টিকিয়ে রাখার বৃথা চেষ্টা,
ভদ্রতার মোড়কে বিকৃত মানুষগুলোর মুখলুকানো,
নৈতিকতার ফুটবলকে দুপায়ে ঠেলে
সবাই আজ মত্ত -
এভারেস্টের চূড়ায় উঠতে।
কারোর পা টেনে ধরেই হোক,
বা আত্মমর্যাদা বিকিয়েই হোক,
সৌভাগ্যকে আমাদের নিয়ন্ত্রনে আনতেই হবে-
আমরা অনিয়ন্ত্রিত হই- তাতে ক্ষতি নেই!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
DIN BADAL

DIN BADAL

Tarakeswar
Close
Error Success