আমার এখানে ক্লান্ত সূর্যে শীতল দুপুর
দুপুরে ধুলোর গন্ধে এখানে গোধূলি নামে
এখানে আমার মায়াবী শৈশব ঘোরেফেরে
মাটিতে পাথরে এইখানে আমার শিকড় গাঁথা
সবশেষে এখানেই পুড়বে শিকড়
উড়বে সকল ছাই সমস্ত বাসনা
ছাই হয়ে পুড়ে উড়ে
যাবো যদি চলে, চল তবে দিগন্তকে টেনে এনে
আমরা ঘনিষ্ঠ হবো ফুলে ও ফসলে ।