*বসন্ত*
বসন্ত চলে যায় আপন মাধুরী নিয়ে,
নীলনির্জনে আমি একাকী বসে,
আকাশ চেয়েছে দিগন্ত পারে,
ফুলের রং মেখে পাখিরা ওড়ে,
একটি বেদনা জাগে মনের কোণে,
তুমি আছো কোন সুদূর সীমান্তপারে,
মনের গহনে ছায় ঘন কালো মেঘ,
আমি আছি তবু মনে হয় কেন নেই,
তোমার একটি ছোঁয়া লাগে প্রাণের মাঝে,
স্মৃতির ছায়া ধরে মণিপুর ছুঁয়ে,
প্রাণের পরশে প্রাণ ছুঁয়ে,
বসন্ত এল দ্বারে তবু আমি একা বসে,
সবাই গিয়েছে যে যার কাজে,
আমি একা বসে কোনো হারানো নিস্তব্ধতার খোঁজে।।
আমি আছি তবু মনে হয় কেন নেই, তোমার একটি ছোঁয়া লাগে প্রাণের মাঝে, স্মৃতির ছায়া ধরে মণিপুর ছুঁয়ে, প্রাণের পরশে প্রাণ ছুঁয়ে,
বসন্ত চলে যায় আপন মাধুরী নিয়ে, নীলনির্জনে আমি একাকী বসে, আকাশ চেয়েছে দিগন্ত পারে, ফুলের রং মেখে পাখিরা ওড়ে, একটি বেদনা জাগে মনের কোণে,
বসন্ত এল দ্বারে তবু আমি একা বসে, সবাই গিয়েছে যে যার কাজে, আমি একা বসে কোনো হারানো নিস্তব্ধতার খোঁজে।। ........
বসন্ত এল দ্বারে তবু আমি একা বসে, সবাই গিয়েছে যে যার কাজে, আমি একা বসে কোনো হারানো নিস্তব্ধতার খোঁজে।।