গাছের সেই শেষ পাতাটিই হয়ে থাকে
সবচেয়ে বেশি শক্তিশালী।
হিম ও শীতল বায়ুকে পরাভূত করে
যে দৃঢ়ভাবে স্বীয় পতন প্রতিরোধ করে।
...
Read full text
সুখী হলো সেই আদৃত পাতাটি। গাছের শেষ পাতা হয়ে যে একদা বেঁচে ছিল! /// কর্কশ শীতের কবলমুক্ত গাছের শেষ পাতাটি এখন ডায়েরি মানে স্মৃতি রাজ্যের শীর্ষে অবস্থান করছে অমর হিসেবে //সুন্দর সাবলীল অনুবাদ, পাঠে প্রীত হলাম
শীতের কবলমুক্ত, ডায়েরীর প্রথম পাতায় গর্বের স্থান পেয়ে খুশি হলো, সুখী হলো সেই আদৃত পাতাটি। গাছের শেষ পাতা হয়ে যে একদা বেঁচে ছিল! ....fantastic expression with sweet language. Well translation has ben made by you. Thanks for sharing.