বৃষ্টি ।। হাসান হায়াতি
●
.
লাল টিউলিপের দেশে, বৃষ্টি নামছে
যন্ত্রণাময় বিষাদ রাত্রিতে, বৃষ্টি নামছে
বৃষ্টি নামছে, মহান বিপ্লবীদের কবরে কবরে
আমার অবিশ্রান্ত দুচোখে, বৃষ্টি নামছে
আমার মনশ্চক্ষু, প্রতিটি মুহূর্তে
সবদিকে, একবার টিউলিপগুলো
এবং পরক্ষণেই বেগুনি ম্যাগনোলিয়া দেখছে
তৃষ্ণার্ত আমার সিনা-ভূখণ্ডে, বৃষ্টি নামছে
চকিতে নজর পড়তেই, অদম্য
অামার লালচে মুখমণ্ডল, আশাবাদী মন
কবুতর ঝাঁকের সাথে উড়ালে যেতে চাইছে
আমার স্বপ্নসমূহের নীল সাগরে, বৃষ্টি নামছে
প্রতিটি পৃথক খণ্ডে নবজীবন দাও আমাকে
তীব্র যন্ত্রণায়, সুচবিদ্ধ হয়ে আছি
ঝাউগাছের সুচালো পাতায় পাতায়, বৃষ্টি নামছে
তোমায় ভালোবাসি বৃষ্টি, ভালোবাসি তোমাকে
গোরস্তানে, কাঠের কফিনে
আমার চিরস্থায়ী ভবিষ্যনিবাসে
আমার সমাধিপাথরে, বৃষ্টি নামছে
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* হাসান হায়াতি (১৪ জুন ১৯৬৭ -) : ইরানি কবি ও অনুবাদক। যুগপৎ ফার্সি ও ইংরেজিতে সাহিত্য রচনা করেন। জন্ম তেহরানে; বর্তমানে তেহরানেই বসবাস করছেন। হায়াতি কিছুদিন ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে শিক্ষকতা করেছেন; বর্তমানে, সে দেশের একটি রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
.
*
#HassanHayatiPoems
.