●
.
এক শিশু একটা দেহ-কাঠামোর প্রান্তরেখা আঁকছে।
যেমনটা পারছে আঁকছে সে কিন্তু এর রূপরেখা পুরোটাই শাদা,
তার জানামতে ভিতরে যা থাকবে সেভাবে ভরাট করত পারছে না।
সমর্থনসূত্রহীন সীমানারেখার ভিতর থেকে, সে টের পাচ্ছে
যে, হারিয়ে যাচ্ছে জীবন; কাটতে কাটতে
একটার পর একটা পটভূমিতে চলে যাচ্ছে সে। শিশুসুলভ চপলতায়,
সে তার মায়ের দিকে ফিরে তাকাচ্ছে।
আর তুমি সেই হৃৎপিণ্ড আঁকছো
শূন্যতার বিপরীতে তিনি যেটি সৃজন করেছেন।
.
.
* লুইজ ক্লুখ [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.
●
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেট ক্লুখ
আর তুমি সেই হৃৎপিণ্ড আঁকছো শূন্যতার বিপরীতে তিনি যেটি সৃজন করেছেন।///অসাধারণ; এটি একটি আমার কাছে শূন্যতা থেকে সৃষ্টির উৎস নিয়ে লিখিত কবিতার মতো মনে হয়েছে // অনবদ্য অনুবাদ