গতরাতে এসেছিল হৃদয় বাগানে।
হাসি খুশি মুখ আর ঘন কালো কেশ;
ষোড়শী যুবতী সে যে থাকে খুশি মনে।
নাম তার মধুরিমা; কথা বলে বেশ।
মোটা নয়, খাটো নয়, নিখুঁত চেহারা।
গলায় সোনার হার, নাকছাবি নাকে।
হৃদয়ে ছিল না মেঘ ছিল চাঁদ তারা।
অপরূপ শোভা তার গোলাপী পোশাকে।
চোখ দুটি বলেছিল, 'বড় ভালোবাসি;
পারি নি জানাতে তাই এসেছি এ রাতে।
এখন দেখাব শুধু প্র্রেম ঝরা হাসি।
চাহিলেই রাজি আমি জীবন কাটাতে।'
'প্রেম কি নিয়ম মানে; মানে কোন সীমা? '
- জানিতে চাহিল আজ সেই মধুরিমা।
©দীপঙ্কর সাধুখাঁ
(রচনাকাল: ৩০/০৯/২০১৭।)
Fantastic expression. Let me quote some lines.. মোটা নয়, খাটো নয়, নিখুঁত চেহারা। গলায় সোনার হার, নাকছাবি নাকে। হৃদয়ে ছিল না মেঘ ছিল চাঁদ তারা। অপরূপ শোভা তার গোলাপী পোশাকে। *********************************** প্রেম কি নিয়ম মানে; মানে কোন সীমা? ' - জানিতে চাহিল আজ সেই মধুরিমা। Beautiful poem. Thanks for sharing.