মধুরিমা Poem by Dipankar Sadhukhan

মধুরিমা

গতরাতে এসেছিল হৃদয় বাগানে।
হাসি খুশি মুখ আর ঘন কালো কেশ;
ষোড়শী যুবতী সে যে থাকে খুশি মনে।
নাম তার মধুরিমা; কথা বলে বেশ।

মোটা নয়, খাটো নয়, নিখুঁত চেহারা।
গলায় সোনার হার, নাকছাবি নাকে।
হৃদয়ে ছিল না মেঘ ছিল চাঁদ তারা।
অপরূপ শোভা তার গোলাপী পোশাকে।

চোখ দুটি বলেছিল, 'বড় ভালোবাসি;
পারি নি জানাতে তাই এসেছি এ রাতে।
এখন দেখাব শুধু প্র্রেম ঝরা হাসি।
চাহিলেই রাজি আমি জীবন কাটাতে।'

'প্রেম কি নিয়ম মানে; মানে কোন সীমা? '
- জানিতে চাহিল আজ সেই মধুরিমা।


©দীপঙ্কর সাধুখাঁ
(রচনাকাল: ৩০/০৯/২০১৭।)

This is a translation of the poem Madhurima by Dipankar Sadhukhan
Sunday, October 1, 2017
Topic(s) of this poem: dream,love
POET'S NOTES ABOUT THE POEM
***এটি শেক্সপীরীয় সনেটের রীতি অনুসরণে রচিত।
তিনটি চতুষ্ক ও একটি সমিল দ্বিপদিকা এই সনেটে
বিদ্যমান। মিলবিন্যাস — কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ।

***ছন্দ: অক্ষরবৃত্ত। পর্ব: ৮ ও ৬ মাত্রার।
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 01 October 2017

Fantastic expression. Let me quote some lines.. মোটা নয়, খাটো নয়, নিখুঁত চেহারা। গলায় সোনার হার, নাকছাবি নাকে। হৃদয়ে ছিল না মেঘ ছিল চাঁদ তারা। অপরূপ শোভা তার গোলাপী পোশাকে। *********************************** প্রেম কি নিয়ম মানে; মানে কোন সীমা? ' - জানিতে চাহিল আজ সেই মধুরিমা। Beautiful poem. Thanks for sharing.

0 0 Reply
Close
Error Success