আরনেস্তো কার্দেনাল-এর তিনটি কবিতা Poem by Malay Roy Choudhury

আরনেস্তো কার্দেনাল-এর তিনটি কবিতা

আরনেস্তো কার্দেনাল
শ্বেতাঙ্গিনী দেবী

তো, এটা একটা বই, বিশেষ বই যুবতীদের নিয়ে, যে
পুরুষটি লিখেছে, সে প্রেমিক-স্বামী, মহিলাটির।
যার সম্পর্কে কিছুদিন আগে ‘টাইম' লিখেছিল, ‘ইনি দুনিয়ার অন্যতম শিক্ষিত এবং সুভদ্র একজন মানুষ' আর আমি
সেই বইটি পড়ছি
সূর্যধোয়া ডেকে বসে দেখছি সুমুদ্রঈশ্বর ‘পোসেইডনের' ঢেউ দিয়ে কোঁকড়া চুল
যা সেই ফরাসি নৌকোয় ছিল
আমি যাচ্ছিলাম ‘নিউ ইয়র্ক' থেকে ‘লা-হার্ভের' দিকে, আমার প্রথম
ইউরোপ যাত্রা, আর তাই
আমি এখন নীল ভূমধ্যসাগরের উজ্জ্বল দিনটিতে একটা খাপছাড়া গ্রামে হাঁটছি
গ্রামটার নাম ‘দেয়া মাজোরকা'
এখানে ‘রবার্ট গ্রেভস' থাকেন, আর তাই বই হাতে নিয়ে আমি টোকা মারলাম
তাঁর দরজায়
গ্রেভস দরজা খুলে নিজেই কার্দেনালকে ডেকে নিলেন ঘরের ভেতরে, আর সেই বিদ্বান মানুষটির স্ত্রী জোর করতে লাগলেন তাদের সঙ্গে চিকেন-স্যুপের লাঞ্চ করার জন্য
গ্রেভস গ্লোব নিয়ে এলেন বসার ঘরে
ঘুরিয়ে দিলেন
একসময় নিকারাগুয়ার উপরে তাঁর আঙুল থামলো
গ্লোবও থামলো, তিনি তাঁর ছেলেমেয়েদের বলে উঠলেন, এই যে ছোট্ট বিন্দুটা
এটাই নিকারাগুয়া, আর আমরা এই যে এখানে
ছেলেমেয়রা ঝুঁকে দেখতে লাগল তারা ঠিক কোন বিন্দুতে রয়েছে
আর সেই ছোট্ট বিন্দু নিকারাগুয়া
কতদূরে
তারা খুব মজা পাচ্ছিল…
.
মোবাইল-ফোন

তুমি তোমার মোবাইলে কথা বলো
বলতেই থাকো
হাসো, মোবাইলে
এটা না জেনেই যে মোবাইল কীভাবে তৈরি হয়েছিল
বা কীভাবে এটা কাজ করে
তবে সমস্যা এটাই যে, তুমি জানো না
যেভাবে আমিও জানিনা যে কঙ্গোতে হাজার হাজার মানুষ মারা যায়
এই মোবাইলের কারণে
কঙ্গোর পাহাড়ে সোনা আর হীরে ছাড়াও ‘কোল্টান' নামের খনিজ পদার্থ আছে
যা মোবাইলের কনডেনসার তৈরিতে কাজে লাগে…
.

নীল, জানলা থেকে দেখা

ছোট্ট গোল জানলা থেকে সবই নীল
নীলজমি, নীল-সবুজ, নীল(আকাশ)
নীল, সবই নীল
নীল ঝিল, নীল-লেগুন, নীল আগ্নেয়গিরি
অনেকটা দূরে নীলদ্বিপ নীল লেকের কাছে নীল নীল
এই হল মুক্তি পাওয়া দেশের মুখ
যেখানে মানুষ লড়াই করেছিল, আমার তো মনে হয়, ভালবাসার জন্য
শোষণছাড়া জীবনের জন্য
আর এই সুন্দরকে ভালবাসার জন্য সুন্দরের মধ্যে দাঁড়িয়ে, কারণ
তারা নিজেরাই সুন্দর
তারা সাধারণ মানুষ, সবচেয়ে সুন্দর তারাই, আর তাই
ঈশ্বর এই জমিটুকু দিয়েছেন
সমাজকে ভাল করার ইচ্ছে দিয়েছেন আর তারা লড়াই করেছে
একটা দেশ ভালবাসার হবে বলে
এই দেশ ভালবাসার হবে বলে
একটা জায়গায় নীল গভীর হয়ে উঠেছে
এখানে হয়ত তীব্র লড়াই হয়েছিল, আর আমি ভাবছি, মুক্তির যুদ্ধগুলো দেখা যাচ্ছে
এই জানলা দিয়ে
এই ছোট্ট জানলা দিয়ে যাচ্ছে নীল, নীল আর নীল..

Tuesday, February 11, 2020
Topic(s) of this poem: protest
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success