Tuesday, August 8, 2017

স্বীকারক্তি Comments

Rating: 0.0

ঢাকুরিয়া রেল লাইল কিংবা বড় বাজার ফুটপাথ........ আমার এই শহরের অলিগলির পায়ে পায়ে বেইজ্জতির ফাঁদ........ চলতে গিয়ে বড় অস্বস্তিতে পড়ে যাই.......তড়িঘড়ি পালাবার পথ খুঁজি......একটু মুখ লুকোতে আকুল......তবু ধরা পড়ে যাই প্রত্যেকবার...ওদের মশার কামড়ে রাত জাগা লাল চোখ,   যেন দাবানলের লেলিহান শিখা...ফুসছে খিদের আক্সোশে....আমি শিউরে উঠি......আকড়ে ধরি কাপড়ের খুঁট....আমার আপাত মহৎ মগজ সামলে নেয়  স্নায়ুর উদ্বেগ.....আড় চোখে সতর্ক হই...Purse  টা ঠিক আছে তো....                             আমি সোজাসুজি তাকাতে পাড়িনি কোনোদিন....অদ্ভুত এক আসামির মতোন  ভয় আঁকড়ে ধরে যেন....আলগোছে দেখেনি কৃত্রিম ব্যস্ততায়.....ওরা তবু ভেক ধরে অসহায়ের.....ঘুরে ফেরে চারপাশে......পায়ে পায়ে মিনতি জানায়......সমস্ত অবহেলায় নির্বিকার......কিন্তু শুধু চোখ টুকু এখনো পাড়েনি অভিনয় শিখে নিতে....<br>
আমার সংস্কৃতির অহংকার পায়ের তলায় দুমড়ে পিষে  কানে বাজে ওদের চিৎকার.....                                      " করুণা করার স্পর্ধা কোথায় পেলে.....কৃতঙ্গতা স্বীকার করো.....আমাদের না পাওয়া ভাতে মেদ বাড়ছে তোমাদের......ঝলসে দিল আকাশ সংস্কৃতির রোশনাই.....আমাদের মাংস হাড়ে সভ্যতার ভিতে চিকন লাগে ঐ....আমরা আলোয় দাড়ালে তোমাদের কারো লজ্জা করবে না তো! ? " <br>
<br>
হঠাৎ মনে পড়লো<br>
...
Read full text

Piew Dutta
COMMENTS
Piew Dutta

Piew Dutta

kolkata
Close
Error Success