প্রভুর ইশারা Poem by Imran Islam

প্রভুর ইশারা

সৃষ্টি করে প্রভু এই নিখিল ধরণী
পাঠালে সেথায় নানা জীব নানা প্রাণী।
নিত্য ঊষার কোলে ভাসে সোনার রবি
ফুটে ওঠে ঐ প্রকৃতির আপন ছবি।

সৃষ্টি করলে তুমি চাঁদ, দিশার তারা
মেনে চলে সবে প্রভু তোমার ইশারা।
বাতাসে ভেসে আসে ওই ফুলের ঘ্রাণ
মন হরা প্রিয় ঐ পাখির কণ্ঠে গান।

কেঁপে ওঠে মাটি পেলে আকাশের ডাক
মেঘ হতে ওই বৃষ্টি হয় যে ফারাক।
জোয়ারে ভরে যায় ও নদীর দুকূল
আপন মনে সবে মানে তোমার রুল।

চলে সবে তোমার পরে করি মালুম
মানতে যেন পারি ঐ তোমার হুকুম!

This is a translation of the poem Sing For The Creator by Imran Islam
Thursday, October 8, 2020
Topic(s) of this poem: god
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Close
Error Success