দ্বীনের পথ খুঁজে নিতে হয়
তা হেঁটে আসে না
যে চায় সে পায়
যে চায় না সে পায় না
না চাইলেই গভীর গর্তের মধ্যে তরিখানা ডুুবে যায়
ঈমানের পথে চালু লোকদের কাফেররা বেইমান আর বোকা ভাবে
আল্লাহর আদেশ আর নিষেদ ভুলে যারা শয়তান আর নফসের গোলামী করে
শেষ বেলায় তারা হতাশ আর কষ্টে দিন কাটায়
সত্য পথ বন্ধ হয়ে বিবেকের দরোজায় তালা ঝুলে গেলে
আল্লাহর পথ চির তরে হারিয়ে যায়
যারা হেদায়েতের পথে অহংকার করে হাটে না,
তারা কি সকল গানের আধার হয়ে যায়?
সকল তত্তের মীমাংসা পেয়ে যায়?