ইবাদতের জন্য কোরআন পাকের হুঁশিয়ারি কি?
কোরআন পাকে নাফরমানির শাস্তির কথা বলা আছে
সকল হালে আল্লাহ র স্মরণ
আর গভীর চিন্তা করাকে বুদ্ধিমানের কাজ বলা হয়েছে
আল্লাহ র কাছে ধ্যান খেয়ালি লোকেরাই সঠিক পথিক
"পরহেজগাররাই আল্লাহ র কাছে বেশী সম্মানি"
সম্মানে আল্লাহ র কোন জাত ধর্ম নেই
যে বেশী আল্লাহ ওয়ালা সেই সম্মানী
আল্লাহ মানুষ কে দুনিয়ার পিছনে দৌড়াতে নিষেদ করেছেন
"আ'লা বিজিক্রিল্লাহি তয়াত মাইনুল ক্কুলুব"
প্রকৃত শান্তি আর সম্মান আল্লাহ র কাছে পরহেজগারি আর জিকিরের মধ্যে।
অপূর্ব সুন্দর ভাবনা। মুগ্ধ হয়ে গেলাম।
ধন্যবাদ মহৎ কবি, আপ্নার সুন্দর মন্তব্বে খুশি হলাম, ছালাম আপনাকে...