প্রিয় মালা ছেলে বেলায়
তুমি আমার হদয়ে দিয়েছিলে দোলা
ভেবে ছিলাম তোমার সাথে বাসব বাসা
কোন এক গ্রামে, নদীর পাড়ে ।
একুশ বছর বয়সে যখন সৌন্দর্য উপছে পরছে
ফুলের পাপড়ির মতো যৌবন উন্মীলিত হচ্ছে,
মৌমাছি গুণ গুণ করে উড়ছে আশে পাশে
মধু খাবার লোভে,
তোমার মনে এলো অন্য ভাবনা
মালা বদল করতে চাইলে
সবচেয়ে জ্ঞানী, গুনী, ধনী মানুষের সাথে,
এক রাতের অনুষ্ঠানে পর হয়ে গেলে
চিরকালের তরে ।
বুঝলাম প্রেম ভালোবাসা মনের কল্পনা
বাস্তবের সাথে নেই কোন তুলনা।
আমায় ভালোবেসে বিয়ে করবে না
এটা যদি ছিল তোমার জানা
তবে কি উচিত ছিল ছেলেবেলায়
আমার সাথে খেলা?
আমি সাগর পাড়ি দিয়ে এলাম অন্য দেশে
ভুলে যেতে চেয়ে ছিলাম তোমাকে
আমার ছেলে বেলার অপ্সরীকে
তুমি ও হয়তো ভুলে গিয়েছিলে আমাকে ।
আজ এতদিন পরে বুঝি, প্রথম জীবনের
অনুভূতি গুলো যায়নি হারিয়ে ।
প্রথম প্রেম ঘুমিয়ে থাকে অন্তরের মাঝে ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem