চলেছি আমি একা গ্রাম বাংলার বুকে
মেঠো পথ, বীথিকা, নদীর কোন বাঁকে, 
যেখানে নেই কোন অশান্তির মেলা -
দেখি প্রকৃতি-নির্জন, ফেরারি ঢেউয়ের খেলা।
' হে মানুষ '- জীবন কি-যে' চায়, কি-বা' পায়? 
নেই শান্তি - ওগো অশান্তি হায়! 
স্বাধীন জঠরে দিবারাত্রি বসবাস -
মাতৃভূমি মোর কাঁদে, তখন পাই আভাস।
আমি কেন ব্যথা পাই - তার যতনে থেকে? 
ক্ষনে - ক্ষনে আত্মচিৎকারে ডেকে? 
'হে মানুষ মৃত'- পরে থাকা মর্গে লাশ -
জেগে উঠো হায়... মাতৃভূমি হারাচ্ছে নিঃশ্বাস! 
নেই শান্তি - ওগো - অশান্তির ঠাঁই -
মুষ্টি বন্ধনে এসো, শান্তির বাংলা বাঁচাই 
9/11/2007                
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem