প্রাথমিকে পদার্থবিদ্যা, প্রাথমিকে প্রেম // Poem by Atoar Hossan

প্রাথমিকে পদার্থবিদ্যা, প্রাথমিকে প্রেম //

প্রাথমিকে পদার্থবিদ্যা, প্রাথমিকে প্রেম
****************************

গেলাসের মধ্যে কয়েন ফেলেছি, দেখো
কতোটা নিকটে মনে হয়!
গেলাসের মধ্যে বরফের ছড়া, দেখো
বাহিরের দিকে কতো ঘাম!
শিক্ষিকা এসব বলতেন আর আমরা তাকাতাম

অধিক উত্তরে, বছর বিশেক দূরে;
পদার্থবিদ্যার বায়ু কল্পাকাশে ওড়ে।

অনেক দূরের তবু, বিদ্যা,
শিক্ষিকার নাকে ফুল আর
আমার ভেতরে তুলকালাম।

Friday, January 20, 2017
Topic(s) of this poem: love and art
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success