প্রাথমিকে পদার্থবিদ্যা, প্রাথমিকে প্রেম
****************************
গেলাসের মধ্যে কয়েন ফেলেছি, দেখো
কতোটা নিকটে মনে হয়!
গেলাসের মধ্যে বরফের ছড়া, দেখো
বাহিরের দিকে কতো ঘাম!
শিক্ষিকা এসব বলতেন আর আমরা তাকাতাম
অধিক উত্তরে, বছর বিশেক দূরে;
পদার্থবিদ্যার বায়ু কল্পাকাশে ওড়ে।
অনেক দূরের তবু, বিদ্যা,
শিক্ষিকার নাকে ফুল আর
আমার ভেতরে তুলকালাম।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem