এলেম অরজন কি একটা ইবাদত?
এলেম দ্বারা আল্লাহর আহকাম, হারাম, হালাল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মারুহ, মুস্তাহাব, এসব জেনে ইবাদত করা যায়
আর জেনে বুঝে আমল করলেই জ্ঞানের চশমা(নহর) খুলে যাবে
আর সেই খাছ রহমত সঙ্গি হলে
শয়তান আর নফস ধোঁকা দিতে পারবে না
যারা পরহেজগার শয়তান তাদের স্পর্শ করলেই জ্ঞানের দরোজা খুলে যায়।
জ্ঞান অর্জন ইবাদতের শামিল// exactly!