যা জেনেছও তাই নিয়ে তুষ্ট থেকো
এতে ভুল কম হবে
সকল ভুল হলও
না জানা বিষয়ের তাকাব্বরি
"নিজ মানে থেকো".
সমালোচক ভালমন্দ বলেই থাকে
কারন তারা আমাকে কিছুটা চিনে
এঁটে রেগে যাওয়া নয়
"কুকুর কিন্তু অজানা লোকদের দেখে ঘেউ ঘেউ করে"
মায়ের পেটের শিশু
জীবন ঘূর্ণির কি খবর রাখে।
" কুকুর কিন্তু অজানা লোকদের দেখে ঘেউ ঘেউ করে" মায়ের পেটের শিশু জীবন ঘূর্ণির কি খবর রাখে।// excellently penned