অন্ধকার ঘরের মলিন জানালার ওপর একটা তারা। বৃদ্ধ ওটাকে দেখেন। তাকিয়ে থাকেন ওর দিকে। ওটার দিকে তাকিয়ে থাকেন তিনি। উনি ওটা দেখতে পান। ওটা যেন ঘরের তারা; মাথার ভেতর থেকে একটা বিদ্যুতের স্ফুলিঙ্গ বেরিয়ে জানালায় ঝুলে আটকে গ্যাছে।
বৃদ্ধ ভাবেন, তারাটাকে দেখে তিনি জাহাজ চালাতে পারবেন। তার মনে হয়, চেয়ারের পেছনটাকে জাহাজের চাকার মতো ব্যবহার করে তিনি ঘরটাকে রাতের ওপর দিয়ে চালিয়ে নিতে পারবেন।
...
Read full text