কিছু না'র ভেতর থেকে বেরিয়ে আসে একটা সময়। তার নাম শৈশব।
ওটা আসলে একটা পথ, চলে যায় বিজয় তোরণ চিরে। ওর নাম বয়ঃসন্ধি।
তোরণ ঘেঁষা একটা শহর, নাম যৌবন। তারপর পথ,
মানুষ যেখানে মিস করে ফুলের জীবন। ছোট্ট কুঁড়েঘরের মতো ওটাই তুমি।
...
Read full text
অসাধারণ কবিতা! তাই তো লিখে দিলেম- - - - জানালা ওপারে দাঁড়িয়ে থাকা একজন কবি, হাতে যেন দিনান্তের ছবি, জয়ধ্বনি, জয়ের কলতান, চিনতে পেরেছি অাপনিই মাজুল হাসান। দিনান্তের নকশাতে আছে কবিতার ছাপ, তারই পরশে জুড়াই মনের উত্তাপ।