গুনাহগার কে আর তার চিকিৎসা কি Poem by Rhymer Rhymer

গুনাহগার কে আর তার চিকিৎসা কি

গুনাগারের দিল শয়তানের ঘাঁটি ।
এই দিল পাথরের চাইতেও শক্ত।
যে যত বড় গুনাহগার তার দিল ততো শক্ত।
যে যত বড় আল্লাহর অলি তার দিল ততো নরম।
শক্ত দিলে কখনো আল্লাহর মারিফাতের বীজ ঢোকে না।
কত কথা বলে থাকো পড়ে থাকো।
নিজের জীবনের ইতিহাসটা তুলে ধরে গোপনে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাও।
গোপন গুনাহ আল্লাহ গোপনেই মাফ করে দিবেন।
এই গোপন গুনাহ বিবি জানলে, বাচ্চারা জানলে, কি কাহিনি না হয়ে যাবে।
এই তো তউবাহ...।
কেন আমি গুনাহ করলাম,
কেন আমি মহান আল্লাহ কে নারাজ করলাম,
কান্না না আসলে কান্নারভাব ধরুন।
বলুন রাব্বানা জালাম্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা তারহাম্না লানা কুন্নানা মিনআল খাছিরিন/
মোরাকাবার তউবাহ এভাবেই করুন!

Thursday, September 12, 2019
Topic(s) of this poem: remorse,weeping
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success