১.
বধূবর্ষা এসেছে ঢাকায়।
তারা বিচলিত, 
কাছে যায়, অথবা যায় না; 
লোক-ভয়ে ভিজতে মানা।
২.
আসুক বরষা কিবা রোদ_
আমার নেইকো প্রতিরোধ, 
অসুখেরও ভয়।
তবু জয় তাদেরই থাকে? 
লতা-পাতা-শাকে
নিয়ত অজড় ঝ'রে যায়? 
মধুবর্ষা এখনও ঢাকায়।                
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem