সঞ্চালক: জানাই আমন্ত্রণ, 
	টক শো দেখুন জনগণ।
	আলোচ্য; রাজনীতি-ভোট, 
	বলবে দুইটি বড় জোট।
আপা: 	খাবি তো খা বোতল বোতল, 
	অবেলায় তুলবি পটল।
	আমি তো ভোরে নামাজ প’ড়ে
	তসবি গুনি নিয়ম ক’রে।
মেডাম: 	নিজের কথা ভাবুক নিজে, 
	পিছে দেখুক কাহার ভিজে।
	আমি  মুমিন জানে আল্লা, 
	এনশাল্লা! এনশাল্লা! 
সঞ্চালক: 	দোহাই লাগে মেডাম-আপা, 
	আসল কথা পড়লো চাপা।
আপা: 	একাত্তরের বেসামাল, 
	দেখ আজ পুড়ছে কপাল।
	যদি তাদের সঙ্গি হবি, 
	বানিয়ে দিবো দেয়ালে ছবি।
মেডাম: 	আল্লা ছাড়া করি না ভয়, 
	ভোটে মোদের হবেই জয়।
	উড়িয়ে দিবো দুঃশাসন, 
	ঠ্যাকা আগে নিজের আসন।
সঞ্চালক: 	চলেই যদি এই ঝগড়া, 
	জনগণ তো দিবে বাগড়া।
আপা: 	এতো করে চুলের বাহার, 
	উড়িয়ে দিলি চুল আমার।
	দেখবো আমি, করিস ভোট, 
	পারলে ঠেকাস মহাজোট।
মেডাম: 	গর্ব অত কিসের করিস, 
	ভয়ে নাকি লাজেই মরিস? 
	ভরসা থাকলে আয় মাঠে
	নির্দলীয় স্বচ্ছ ভোটে।
সঞ্চালক: 	আজকে মোদের শেষ বেলা, 
	বন্ধ করি সর্প খেলা।
আপা: 	এতো কিসের বাড়তি বোল, 
	বলবি তো সংসদে চল।
মেডাম: 	হাসিন আমি হাসিনা নই, 
	জায়গা মতোই কথা কই।
আপা: 	ডাকো দয়াল ডাকো তন্ত্রী, 
	আমি হবো প্রধানমন্ত্রী।
মেডাম: 	পারলে মাপো ভোট-পাল্লা, 
	জিতবো আমি, এনশাল্লা! 
সঞ্চালক: 	সময়ের হাত মহা বড়, 
	জনগণ গো ধৈর্য ধরো।
	আজিকে ভাই বিদায় দিন, 
	আসুক শুভ ভোটের দিন।
	
........................................................................                
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem