মরা ঘাস রোদের তাপে ভাজা ভাজা। বিশীর্ণ, নির্বৃক্ষ প্রান্তর,
ছুটতে ছুটতে একাকার হয়ে মিশে গেছে ধূসর দিগন্তে।
এখানে একটা ঘোড়ার কঙ্কাল রোদে ঝলসে বিরঞ্জিত, এবং এখানেই
একটা মূর্তি পাথরের অবয়ব নিয়ে দণ্ডায়মান।
...
Read full text