জিতে জীবনে ক্ষমতাশালী হওয়া যায়। কিন্তু মানুষ হিসেবে বড় হতে গেলে, হারাটা জরুরি।
হেরে যাবার আগে হেরে যেতে নেই।
সূতোর ভাগ্যই তাই - সূঁচের আঘাতে, আগলে রাখতে চেয়ে যন্ত্রণা গাঁথে।
টুকরো হতেই হয়। না হলে ভেঙেছ যে- প্রকাশ পায় না।
যে মানুষ অভিমান করে; তাকে খুব যত্ন করে রেখ।
আমার হতাশা থেকে দূরে থাকুক তোমার হাসি মুখ।
আমার অভিমান, জানি তোমাকে স্পর্শ করে না। অথচ তোমার স্পর্শ পাবো ব'লে এখোনো পাথর হয়ে আছি।
কথা বলুন রাস্তায় বেরিয়ে। যে কোন কারোর সাথে, চেনা বা অচেনা। দেখবেন, কত মানুষ কথা বলতে চায়। চুপ করে আছে শুধু - এই ভেবে - উল্টোদিকের মানুষটা যদি মুখ ঘুরিয়ে চলে যায়! -লোকে কী ভাববে! - মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
যতটা সহজে থাকে হাসি মুখ ক'রে, ততটাই ভেঙেছে সে ভেতরে ভেতরে । - মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
কতদিন কথা হয়নি, জানো? গাছেরা একবার পাতা বদলে ফেলল । আর আমারা একটা পাতা উল্টে পড়ে উঠতে পারলাম না - ভুল বোঝার ও পিঠে কী লেখা ছিল ।