jahid jogot

jahid jogot Poems

প্রান্তিক। তুমি এই পথ চিনে নাও।
দূর সমুদ্দুরের ওপারে বরফের সাদা ফুল গলে যাবে একদিন,
যেদিন হতে পায়ের তলায় আগুন পুড়ছে।
ভুমি, আর কতদুর তুমি যেতে চাও?
...

The Best Poem Of jahid jogot

প্রান্তিক ফুল

প্রান্তিক। তুমি এই পথ চিনে নাও।
দূর সমুদ্দুরের ওপারে বরফের সাদা ফুল গলে যাবে একদিন,
যেদিন হতে পায়ের তলায় আগুন পুড়ছে।
ভুমি, আর কতদুর তুমি যেতে চাও?
আষাঢ়ের জল জমে না খালে।
ওপারে বরফের মেয়ে, জমে জমে পাথর হয়ে গেছে।
নাবিক, পাড়ি দেবে ওই পার হতে সাত সমুদ্দুর।
বহুদিন ধরে ঘুমের পথে দেখি নি তোমারে
ও ফুল, বরফের সাদা মেয়ে।

jahid jogot Comments

Close
Error Success