আহ বসন্ত নিয়েছে বিদায়
হায় এখন যে শীতের আপদ
গ্রীষ্ম বড় ভালো ছিল
বর্ষা বাঁধ ভাঙ্গার বিপদ
...
        
            লণ্ঠন যে ভাবে আলো জ্বেলে যায়
বাতাসে আমরাও শ্বাস ফুঁকাই 
জীবন যুগপৎ চালে
একই নিঃশ্বাসে
...
        
            একেবারে একা
বেঢপ একা
সেত সেতে বন্যতায় 
হৃদয় গান গায়
...
        
            আগুন আগুন
ভেজে নি বাগুন
আগুন কি দুর ছাই
পুথির বিদ্যাও তাই
...
        
            ভালোবাসা 
মিথ্যে আশা
নিজকে ভালোবাসি
অভিনয়ের হাসি
...
        
            কুকুর বিড়াল দুটোই আছে
কিভাবে এলো
কোন সে মাসে বলো  
বউটা বিড়াল পোষে
...
        
            আমাদের দেশ তারে কত ভালবাসি 
সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, 
মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় 
জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।
...
        
            ধান কাটা হয়ে গেছে কবে যেন
ক্ষেত মাঠে পড়ে আছে খড়
পাতা কুটো ভাঙা ডিম  
সাপের খোলস নীড় শীত।
...
        
            তিনি
আঁধারে আলো পেয়েছিলেন, 
মানুষের দৃষ্টির বাইরে উজ্বলতর আলো।
তিনি
...
        

 
                    