fahmidul hassan

fahmidul hassan Poems

মানবতার স্থান


বাসের চাকায় পিষ্ট আজ মানবতা,
...

fahmidul hassan Biography

Not large to creat a biography but trying to able)

The Best Poem Of fahmidul hassan

মানবতার স্থান

মানবতার স্থান


বাসের চাকায় পিষ্ট আজ মানবতা,
সাথে আছে তোতা পাখির বুলি।
ভাংচুর হবে, হবে অবরোধ -
কিন্তু হবেনা কোনো প্রতিকার।

মানবতা আজ কোথায়?
আজ বাসের চাকায় পিষ্ট এ মানবতা।
ইউনিফর্মের রক্তের দাগ শুকাবে,
কিন্তু মুছে যাবে না, সাক্ষী হবে মানবতার।

মানবতা আজ কোথায়?
বাসের চাকায় পিষ্ট পিতা-মাতার স্বপ্ন;
জন্ম লগ্ন হতে যা গড়ে উঠেছিল,
যার সাক্ষী হয়ে রবে রাস্তার ধূলি-কণা।

শোক পালনে ব্যস্ত নগরবাসী,
যা কাটিয়ে উঠবে অল্প দিনেই।
তারপর; ভুলে যাবে এই মানবতার চিত্র,
যেমনটি গিয়েছে রাজিব ভাইকে।

মানবতা আজ কোথায়?
বাসের চাকার নিচে হয়েছে তার সমাধি।
এই লিখা ছাড়া আমি আর কি করবো?
পারলে ক্ষমা করে দিও, মিম আর করিম!

fahmidul hassan Comments

Close
Error Success