Dikvranto Tofsir

Dikvranto Tofsir Poems

নিদারুন নম্র খননে
নিপুণ ভাবে ক্ষত করে
জটিল এক সাম্রাজ্য গড়েছে
নিরব বনধু হয়ে
...

The Best Poem Of Dikvranto Tofsir

ব্যাধি

নিদারুন নম্র খননে
নিপুণ ভাবে ক্ষত করে
জটিল এক সাম্রাজ্য গড়েছে
নিরব বনধু হয়ে

এ কি তামাটে রঙ
হয়েছে তোর বনধু
তুই চিৎকার করে
বের করে দেয় জললাদ
দাজজাল, ধবংসী, নিষঠুর
পিশাচ, বিজ্ঞ ব্যাধিটাকে
তা না হলে তোকে
চিবিয়ে চিবিয়ে খাবে

কোথায় বিজ্ঞান? কোথায়
মানুষ? মানুষ নাকি
আশরাফুল মাখলুকাত?
বিশ্বায়নের এই সময়ে তুই
আর আমি প্রভুদের চিলেকুঠার
ফাকের পিঁপড়া বৈ আর কি

সর্বভূক এই ব্যাধিটি প্রভাত খায়
দুপুর, সন্ধ্যা, পূর্ণিমা, আমাবস্যা
কবিতা, গান, মানুষ, সব খায়
ব্যাধিটা লিটল বয় ও ফ্যাট ম্যান
এর চেয়ে বেশি ভয়ংকর
তুই নাড়ীর আত্নীয় না তবুও
কিসের যে টান, শর্তস্বাপেক্ষে
যন্ত্রণার একটুখানি ভাগ দে
ব্যাধিটা যখন সমস্ত দেহ
আঁকড়ে ধরবে, আর আসবিনা
তুই আর হাসবিনা
চোখ বন্ধ করলে তোরে
দেখব কিনা জানিনা

কথা, ভাষা, বুঝ সব
হারিয়ে গেছে
ঘন কুয়াশায় নিয়ন বাতির
নিচে দাঁড়িয়ে থাকিস
তোর হাসিটা মাঝে মাঝে দেখব
যুদ্ধে তোর জয় হলে
চৌরাস্তার টঙ্গে বেনসন টানব

Dikvranto Tofsir Comments

Close
Error Success